আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই মতোই জাঁকিয়ে শীত পড়ল বাংলায়। হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আজ কলকাতায় এই মরসুমের শীতলতম দিন। তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বরে এমন ঘটনা বিরল। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে অবাধ উত্তুরে হাওয়ায় আরও পারদ পতনের ইঙ্গিত সপ্তাহের শেষে। কলকাতায় সোমবার তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, বুধবার ১৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ শীতের মিনি স্পেলে তাপমাত্রার এমন রেকর্ড পতনের বিরল নজির তৈরি হল নভেম্বরেই। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ অনুভূত হবে।
এর পাশাপাশি, সপ্তাহের শেষে অন্তত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়। বিশেষত বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সপ্তাহের শেষে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। অন্যদিকে, মৌসম ভবনের তরফে জানান হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে বাধার সৃষ্টি করছে না উত্তর-পশ্চিমের হাওয়াতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে রয়েছে। সেটিও ক্রমশ শক্তি হারাচ্ছে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আন্দামান সাগরে। আজ, ২৪শে নভেম্বর বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ কোনদিকে যায়, সেদিকেই নজর থাকছে আবহবিদদের।
