এককথায় গোলের মহোৎসব! স্প্যানিয়ার্ডদের লাগাতার আক্রমণে দিশেহারা হয়ে পড়ল কোস্টা রিকা। কোস্টা রিকাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্পেন। এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তুলল স্প্যানিয়ার্ডরা। ৪-৪-৩ ছকে দল সাজিয়ে ছিলেন স্পেনের কোচ লুই এনরিকে। ম্যাচের ৫ মিনিটেই দানি ওলমো গোলের সহজ সুযোগ নষ্ট করেন। শুধু এটাই নয়, গোটা ম্যাচে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন স্পেনের ফুটবলাররা। যদিও ১০ মিনিট অন্তর তিনটি গোল করে প্রথমার্ধেই জয় কার্যত নিশ্চিত করে নেয় স্পেন। ১১ মিনিটে ওলমোর গোলেই এগিয়ে যায় স্পেন। এরপর ম্যাচের ২১ মিনিটের মাথায় জর্ডি অ্যালবার পাশ থেকে স্পেনের পক্ষে দ্বিতীয় গোল করেন মার্কো অ্যাসেনসিয়ো। এর পর ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস।
এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তোরেস। স্পেনের দাপটের মাঝেই বিক্ষিপ্ত ভাবে কিছু পাল্টা আক্রমণ গড়ে তুললেন কোস্টারিকার ফুটবলাররা। কিন্তু গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেননি তাঁরা। ৭৪ মিনিটে স্পেনের পক্ষে পঞ্চম গোল করলেন গাবি। পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি। ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমিয়ে দেন স্পেনের ফুটবলাররা। কারণ ততক্ষণে তাঁদের তিন পয়েন্ট নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাচের শেষ লগ্নেসষষ্ঠ এবং সপ্তম গোল পেল স্পেন। ৯০ মিনিটে কার্সোল সোলের গোল করেন। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পেনের পক্ষে সপ্তম গোল আলভারো মোরাতার। পরের ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্পেন।
