দিল্লিতে লিভ-ইন সঙ্গীর হাতে শ্রদ্ধা ওয়াকার হত্যার ঘটনায় গোটা দেশেই আতঙ্কের সৃষ্টি করেছে। কিন্তু এরমধ্যেই খবরের শিরোনামে এসেছে এমনই আরও বেশ কয়েকটি ঘটনা, যা দেখে শিউরে উঠছেন সকলে। সবমিলিয়ে দিল্লির এই হত্যাকাণ্ডের রেশ যেন কিছুতেই কাটছে না।
রাজধানীর এই ঘটনার পর একইভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে এরাজ্যের বারুইপুর, উত্তরপ্রদেশ থেকে। বুধবার ফের একইধরনের আরও একটি খুনের ঘটনা সামনে এল। আর এবারেও ঘটনাস্থল সেই যোগীরাজ্য। জানা গেছে, উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা এক মহিলাকে খুন করে দেহ কুচিকুচি করে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে তাঁর স্বামীই। গোটা ঘটনায় এলাকায় জোর আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত হিসাবে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, গত ৮ নভেম্বর সেরাজ্যের সীতাপুর জেলার রামপুর কালান এলাকা থেকে এক যুবতীর খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়। দেহের একাধিক টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে প্রথমে পুলিশ দেহ শনাক্ত করতে পারছি না। পরে জানা যায়, ওই মৃতদেহটি জ্যোতি ওরফে স্নেহা নামক এক যুবতীর। তাঁকে খুন করার অভিযোগ ওঠে তাঁরই স্বামীর পঙ্কজ মৌর্যের বিরুদ্ধে। পুলিশি জেরায় সে একাধিকবার বয়ান বদল করছিল বলে জানা গেছে। পরে নিজের মুখেই খুনের কথা স্বীকার করে পঙ্কজ।