চলবে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ। যার জেরে ফের পূর্ব রেলের শিয়ালদহ শাখায় বাতিল হল একাধিক ট্রেন। দমদম-নৈহাটি সেকশনে একটি ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য ইছাপুর স্টেশনের কাছে আপ এবং ডাউন, উভয় লাইনেই ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। তাই শনিবার (২৬শে নভেম্বর) রাত ১১টা থেকে রবিবার (২৭শে নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ওই শাখায় একাধিক লোকাল ট্রেনকে বাতিল ঘোষণা করা হল। বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এই কাজ চলার জন্য বাতিল করা হয়েছে আপ ২১২১৩, ৩১২২১ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, ৩১২১৪, ৩১২২২ ডাউন শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল, আপ ৩১৪১৭, ৩১৪১৫ শিয়ালদহ-নৈহাটি লোকাল, ডাউন ৩১৪১৮, ৩১৪২০ শিয়ালদহ-নৈহাটি লোকাল। একই ভাবে বাতিল করা হয়েছে আপ ৩১৬১৫, ৩১৬১৭ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৮১৩, ৩১৮১৪ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ৩১৩১১, ৩১৩১৭, ৩১৩১৪, ৩১৩১৮ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালও বাতিল করা হয়েছে।