এবার তুঙ্গে উঠল কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে আন্তঃরাজ্য সীমানা বিরোধ। ঘটনাচক্রে দুই রাজ্যেই এখন বিজেপি ক্ষমতাসীন। কর্ণাটকে একক শক্তিতে, মহারাষ্ট্রে তারা প্রধান জোট শরিক। কিন্তু তা সত্বেও কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী কিছু গ্রামের অধিকার নিয়ে বুধবার একে অপরের দাবি খারিজ করেন দুই রাজ্যের দুই সরকারি শীর্ষ রাজনৈতিক পদাধিকারী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেন, মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার জাট তালুকের গ্রামগুলির বাসিন্দারা কর্নাটকের বাসিন্দা হতে চেয়ে আবেদন করেছেন। স্থানীয় পঞ্চায়েত এই মর্মে প্রস্তাব গ্রহণ করেছে।
বাসবরাজের আরও দাবি, গত এক দশক ধরে কর্ণাটক সরকার ওই গ্রামগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করে আসছে। জলের সমস্যার কারণেই রাজ্য বদল করতে চান সেখানকার বাসিন্দারা। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য খারিজ করে পাল্টা বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের শীর্ষ বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। তিনি বলেন, গ্রাম দেওয়ার প্রশ্নই ওঠে না। ওই গ্রামের মানুষ এবং পঞ্চায়েত কর্ণাটকের সঙ্গে জুড়তে চাওয়ার দাবি করেছেন বলে মহারাষ্ট্র সরকারের কাছে কোনও খবর নেই। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পানীয় জলের সংকটের যে কথা বলেছেন তাও ভিত্তিহীন বলে দাবি করেছেন ফডনবিশ।