পাঞ্জাব জয়ের পর আম আদমি পার্টির পাখির চোখ এখন গুজরাত। মোদী রাজ্যে ইতিমধ্যেই পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বিধানসভা ভোট ঘোষণার পরই কোমর বেঁধে নেমে পড়েছে তারা। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। গুজরাত বাঁচাতে এখন বিদেশি নাগরিকদের দিয়ে ভোটের প্রচার করাতেও কসুর করছে না তারা! বৃহস্পতিবার এ নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূলের তরফে। দলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপের দাবি করেছেন।
প্রসঙ্গত, গুজরাতে বিধানসভা ভোটে বিজেপির প্রচার কর্মসূচির কিছু ছবি সম্প্রতি দলের রাজ্যশাখা টুইটারে প্রকাশ করেছিল। সেই ছবিতে বিজেপির নির্বাচনী প্রতীক দেওয়া উত্তরীয় এবং গেরুয়া টুপি পরে কয়েক জন বিদেশি নাগরিক রয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের মুখপাত্র, নির্বাচন কমিশনের কাছে বিজেপির গুজরাত শাখার টুইটার হ্যান্ডলে প্রকাশিত সেই ছবির ‘লিঙ্ক’ পাঠিয়ে চিঠিতে লিখেছেন, ‘এই ঘটনা ১৯৫১ সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন এবং ভিসা সংক্রান্ত আইনের গুরুতর লঙ্ঘন।’ মোদী রাজ্যে বিধানসভা ভোটের প্রক্রিয়ায় ‘বিদেশি নাগরিকদের এই অংশগ্রহণ’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত করবে বলেও অভিযোগ তৃণমূল মুখপাত্রের। কমিশনের কাছে তাঁর আর্জি, অবিলম্বে এ বিষয়ে বিদেশি নাগরিক নিবন্ধীকরণ বিষয়ক আঞ্চলিক দফতরকে নির্দেশ দেওয়া হোক।
