আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২। ঘোষণার পর থেকেই ২৮তম কেআইএফএফ নিয়ে উন্মাদনার অন্ত নেই সিনেপ্রেমীদের মধ্যে। আর এবার জানা গেল, এ বছর চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে আসছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সূত্রের খবর এমনটাই।
জানা গিয়েছে, এ বছর বিগ বিই কিফ -এর প্রধান অতিথি। এর আগেও কিন্তু একাধিকবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। শেষবার ২০১৯ সালে ২৪ তম কিফ-এর মঞ্চে দেখা গিয়েছিল শাহেনশাকে। করোনার আবহে মাঝে ডিজিটালি এই চলচ্চিত্র উৎসব হয়। গত বছরও অমিতাভ বচ্চনের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। মার্জনা চেয়ে বার্তা পাঠিয়েছিলেন তিনি। তবে এ বছর কলকাতায় আসছেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই দক্ষিণ ভারত সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্যপাল লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ‘থালাইভা’ রজনীকান্তও। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন মমতা। জানা গিয়েছিল, রজনীকান্তকেও নাকি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কিংবদন্তী অভিনেতাও সম্ভব হলে আসার আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। যদি সত্যিই তিনি এ বছর কিফ-এ যোগদান করেন তাহলে অন্ধা কানুন খ্যাত জুটির নস্টালজিয়া যে আবার ফিরবে তা বলাবাহুল্য।