বরাবরের মতো এবছরও অসামান্য সৌজন্যের ধারাবাহিকতা অটুট রাখলেন জাপান সমর্থকরা। বুধবার ফুটবল বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে জাপান। ২-১ গোলে জেতে তারা। খেলা শেষ হতেই যখন সমর্থকরা বাড়ি ফিরে যান, জাপানের সমর্থকরা তখন স্টেডিয়ামে রয়ে গেলেন। পরিষ্কার করলেন স্টেডিয়াম। যদিও এমন কাজ যে জাপান প্রথম করল, তা নয়। গত বারের বিশ্বকাপেও এমন কাজ করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের।
এদিন ম্যাচের প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে রিতসু দিয়ান এবং তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। বিশ্বকাপে প্রথম বার জার্মানিকে হারাল জাপান। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। “কোনও পয়েন্ট না পেয়ে আমরা যে চাপে আছি তা বলাই যায়। নিজেদের দোষ দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই আমাদের। আমরা খুবই হতাশ। প্রথমার্ধে আমরা ঠিকই খেলছিলাম। ৭৮ শতাংশ সময় বল দখলে ছিল আমাদের। ১-০ গোলে এগিয়েও ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু ভাল সুযোগও পেলাম, কিন্তু কাজে লাগাতে পারলাম না। জাপান খুব ভাল খেলেছে। আমরা এমন কিছু ভুল করেছি যা বিশ্বকাপে করা উচিত নয়। আমাদের উন্নতি করতে হবে”, জানিয়েছেন ফ্লিক।