এবার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের কড়া ভাষায় একহাত নিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়েছে রাজ্য বিধানসভায়। ডেঙ্গি পরস্থিতি নিয়ে বিধানসভায় এদিন আলোচনার দাবি করে বিজেপি। কিন্তু পদ্ম শিবিরের অভিযোগ সেই প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিধানসভার বাইরে এসে রাজ্যের তৃণমূল সরকারকে একের কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই জবাবে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুভেন্দুকে নিশানা করে চন্দ্রিমা জানিয়েছেন, “কাল যাঁর বুকে রাষ্ট্রপতির ছবি ছিল। আজ তাঁর বুকে মশার ছবি। নিজেরা কী দায়িত্ব পালন করেন, সেটা আগে জানাক। রাজ্য প্রশাসন যথাযথ কাজই করছে। বিক্ষোভের নামে আসলে মিডিয়ার নজর কাড়ছে। প্রতিদিন মানুষ এক মুখ দেখলে বিরক্ত হবেন। আসলে নাটকবাজি করছে বিজেপি। ডেঙ্গি নিয়ে যা করবার সরকার করছে। ওঁরা মানুষকে সচেতন করতে কী কী পদক্ষেপ নিচ্ছেন ওঁদের নিজেদের এলাকায়, সেটা আগে বলুক।”
