এবার ফের হিংসার বলি শাসক দলের ১ কর্মী। রাতে বাড়ি ফেরার পথে দেগঙ্গায় প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত প্রধানের ভাই তথা তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। দেগঙ্গার চাঁপাতলা গোসাইপুর বাজারের কাছে এই ঘটনা ঘটেছে। রাস্তার মাঝে এইভাবে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ন রেজা চৌধুরীর ভাই মিজান রেজা চৌধুরীকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকাবাসীরা বলছেন, ঘটনার দিন রাতে মিজান বাড়ি ফিরছিলেন। সন্ধে হয়ে গিয়েছিল। বাড়ির কাছাকাছি আসতেই তাঁর রাস্তা আটকে দাঁড়ায় কয়েকজন যুবক। সকলের হাতেই ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, ওই যুবকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় মিজানের। বচসা চরম আকার নেয়। হাতাহাতির উপক্রম হয়। তখনই ওই দলের একজন মিজানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রাস্তার মাঝেই পর পর ছুরির কোপ বসাতে থাকে পেটে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মিজান। ঘটনা দেখে ছুটে আসেন এলাকার লোকজন। পালিয়ে যায় আততায়ীরা। মিজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। কিন্তু বাঁচানো যায়নি।