আগামী ডিসেম্বর মাসে ১৩ দিনের জন্য বন্ধ থাকবে দেশের ব্যাঙ্কগুলি। প্রসঙ্গত, এই ছুটির দিনের তালিকায় চারটি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। দেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ অন্ডিয়া প্রতিমাসে ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা প্রকাশ করে থাকে। ব্যাঙ্কের ছুটির দিনগুলি তিন ভাগে বিভক্ত। যথা : নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, রিয়েল টাউম গ্রস সেটলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস।
তবে, বিভিন্ন দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ২৪ ঘন্টা যথাযথ ভাবে অনলাইন/ ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। চালু থাকবে মোবাইল ব্যাঙ্কিংও। যে কারণে গ্রাহকদের সেরকম সমস্যায় পড়ার কোনও কারণ নেই। একনজরে দেখে নেওয়া যাক ছুটির তালিকা :
১) ৩রা ডিসেম্বর, শনিবার সেন্ট ফ্রান্সিস ডেভিয়ার, গোয়ার উৎসব।
২) ১২ই ডিসেম্বর, সোমবার পা-টোগান নেংমিঞ্জা সাংমা, মেঘালয়।
৩) ১৯শে ডিসেম্বর, সোমবার গোয়া মুক্তি দিবস।
৪) ২৪শে ডিসেম্বর, চতুর্থ শনিবার ছাড়াও বড় দিনের উৎসব।
৫) ২৫শে ডিসেম্বর, রবিবার (আগে থেকেই বড় দিনের ছুটি)।
৬) ২৬শে ডিসেম্বর, সোমবার বড় দিন উদযাপন/ লোসুং/ নামসুং মিজোরাম, সিকিম এবং মেঘালয়ে।
৭) ২৯শে ডিসেম্বর, বৃহস্পতিবার, গুরু গোবিন্দ সিং-এর জন্মদিন, চণ্ডীগড়।
৮) ৩০শে ডিসেম্বর, শুক্রবার ইউ কিয়াং নাংবা, মেঘালয়।
৯) ৩১শে ডিসেম্বর, শনিবার, মিজোরামে নববর্ষের আগের দিন।
সাপ্তাহিক ছুটির তালিকা :
১) ৪ঠা ডিসেম্বর, রবিবার।
২) ১০ই ডিসেম্বর, দ্বিতীয় শনিবার।
৩) ১১ই ডিসেম্বর, রবিবার।
৪) ১৮ই ডিসেম্বর, রবিবার।
৫) ২৪শে ডিসেম্বর, চতুর্থ শনিবার।
৬) ২৫শে ডিসেম্বর, রবিবার।