বাংলা ভাগের দাবি থেকে সরছে না বিজেপি। সৌমিত্র খাঁ’র পর এবার পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি বিধায়কের দাবি নিয়ে চলছে জোর আলোচনা।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নিজেদের মতো করে রণকৌশল সাজাচ্ছে শাসক-বিরোধী উভয়পক্ষ। জনসংযোগের লক্ষ্যে নানা কর্মসূচি করছেন প্রত্যেকে। তেমনই শনিবার বাঁকুড়ার মুড়াকাটায় জনসংযোগ কর্মসূচি ছিল বিজেপির। তাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অমরনাথ। মঞ্চে দাঁড়িয়ে পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব হন তিনি।
অমরনাথ বলেন, ‘পঞ্চায়েতের ঘণ্টা বেজে যাবে। পঞ্চায়েত ভোটের পর পরিবর্তন আসবেই। আমরা রাঢ়বঙ্গের মানুষ বঞ্চিত। পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করলে অমিত শাহের কাছে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানাব। তাই আপনারা সকলে ভোট দিন’।
শুধু অমরনাথ শাখা নয়। এর আগে বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও পৃথক জঙ্গলমহলের দাবিতে সরব হয়েছিলেন। বঞ্চনার অভিযোগ তুলেই সে দাবি করেছিলেন তিনি। পৃথক উত্তরবঙ্গের দাবিও তুলেছেন জন বার্লা-সহ বেশ কয়েকজন। যদিও নিজের দাবিতে পাশে পাননি গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বদের প্রায় কাউকেই। কারণ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, বঙ্গভঙ্গ তাঁরা চান না। এবার সেই একই কথা বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।