কলকাতা ফুটবলে আবির্ভাবের প্রথম বছরেই দারুণ সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপের ম্যাচে জয়ের ফলে আগামী বছর প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। আর সেই সাফল্য উদযাপনে আলিপুরের পাঁচতারা হোটেলে গত রবিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু সেই অনুষ্ঠানকে অভিষেকের ‘ছেলের জন্মদিনের পার্টি’ বলে দাবি করে ‘বিভ্রান্তিকর’ টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তা নিয়েই রাজ্যের বিরোধী দলনেতাকে শোকজ নোটিস পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তাতে বলা হয়েছে, অবিলম্বে টুইট ডিলিট করতে হবে। তিনদিনের মধ্যে চাইতে হবে ক্ষমা। শোকজ নোটিসে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
প্রসঙ্গত, শুভেন্দু টুইটে দাবি করেছিলেন, ওই পাঁচতারা হোটেলে নিজের ছেলের জন্মদিনের পার্টি দেন অভিষেক। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হোটেলটি। তবে সেই দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা অভিষেকের ফেসবুক পোস্টে নজর রাখলেই স্পষ্ট। অনুষ্ঠান শেষে ব্রাজিলের তারকা ফুটবলার পেলের উদ্ধৃতি উল্লেখ করে প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানান। তার সঙ্গে অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। ওই পাঁচতারা হোটেলে অভিষেক যে কোনও পারিবারিক অনুষ্ঠানে অংশ নেননি, ওই ছবিগুলিই তার প্রমাণ। স্বাভাবিক ভাবেই শুভেন্দুর অপপ্রচার নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। শিল্পী রায় নামে এক মহিলা বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। শিশু অধিকার সুরক্ষা কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেই অনুযায়ী শুক্রবার সকালে শুভেন্দুকে শোকজ নোটিস পাঠানো হয়।