ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রে রয়েছেন রাহুল গান্ধী। ২০ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করবে সেই পদযাত্রা। কিন্তু তার আগেই সোনিয়া-পুত্রকে বোমা মারার হুমকি দিয়ে চিঠি! জুনি ইন্দোর থানা এলাকার একটি মিস্টির দোকানে কেউ ওই হুমকি চিঠি দিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই শুরু হয় তোলপাড়। খবর যায় পুলিশে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাহুলের সঙ্গে মধ্যপ্রেদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকেও হামলার হুমকি দেওয়া হয়েছে। ইন্দোর পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ কে এই চিঠি ওই মিষ্টির দোকানে ফেলে গিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে। জুনি ইন্দোরের মিষ্টি ব্যবসায়ী জানাচ্ছেন, তাঁদের দোকানে হঠাৎ করেই ওই চিঠি আসে। হিন্দিতে লেখা চিঠির বিষয়বস্তু দেখে দ্রুত পুলিশের কাছে যান তাঁরা। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই ব্যবসায়ীরাও।
কে বা কারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বোমা মারার হুমকি দিল, কারা চিঠি ওই মিষ্টির দোকানে দিয়ে গেল তা খতিয়ে দেখতে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামে জমায়েত করবেন রাহুল-সহ কংগ্রেস নেতা-কর্মীরা। তার আগে এই হুমকি চিঠির জেরে নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না পুলিশ। এই ঘটনার নেপথ্যে থাকা দুষ্কৃতীদের খোঁজে চলছে তদন্ত।