আর মাত্র চার দিন। তারপর কাতারে শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। উত্তেজনায় ফুটছেন ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলি। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আগে সিআরসেভেন জানিয়ে দিলেন, নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া এ বারের দল দখে তিনি রোমাঞ্চিত। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দুর্দান্ত মিশ্রণে তৈরি হয়েছে দল। তাতে প্রথম বারের জন্য বিশ্বকাপ জেতার জোরালো দাবিদার হয়ে উঠেছে পর্তুগাল, এমনই মনে করেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ম্যান ইউ তারকা বলেছেন, “বিশ্বকাপের জন্য এ বার যে দল তৈরি হয়েছে, তাতে তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল ঘটেছে। আশা করি, এ বার পর্তুগাল বিশ্বকে এটা দেখাতে পারবে যে, সর্বোচ্চ স্তরে উত্তরণের ক্ষমতা রয়েছে তাদের।”
পাশাপাশি, রোনাল্ডোকে আরও রোমাঞ্চিত করেছে দলে নতুন প্রজন্মের ফুটবলারদের উপস্থিতি। তিনি বলেছেন, “একটা প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনা করা খুবই শক্ত বিষয়। পর্তুগালের হয়ে অতীতে যাঁরা খেলেছেন অথবা যারা এই মুহূর্তে খেলছে, তাদের সকলকেই প্রতিকূলতা অতিক্রম করে এই উচ্চতায় পৌঁছতে হয়েছে। নতুন প্রজন্মের এক ঝাঁক ফুটবলারকে দেখে আমি শিহরণ অনুভব করছি। অবশ্যই বাকি দলগুলির মতো আমরাও বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে খেলতে এসেছি এবং বিশ্বাস করি এই দল সেই স্বপ্ন পূরণ করতে পারে।” তবে অংশগ্রহণকারী বাকি দলগুলিকেও সমীহ করছেন তিনি। “এখানে বিশ্বের সেরা দলগুলি খেলতে এসেছে এবং অনেক সর্বোচ্চ পর্যায়ের প্রতিভারাও নিজেদের দক্ষতা প্রমাণ করতে এসেছে। ফলে আমাদের সতর্ক এবং মাথা ঠান্ডা রেখে দেখাতে হবে, কী করতে পারি। যেটা বাকি দলগুলি অনুকরণ করবে। এই বিশ্বকাপ নতুন প্রজন্মের তারকাদের হতে চলেছে, যারা নিমেষে খেলার ধরন আমূল পাল্টে দিতে পারে”, মনে করিয়ে দিয়েছেন সিআরসেভেন।
