শীতের শুরুতেই বাংলায় আবার ঘনিয়ে আসবে দুর্যোগ? মিলল তেমনই ইঙ্গিত। বঙ্গোপসাগরে বুকে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার লেভেলে গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে৷ এর জেরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজকের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে যাবে৷ এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আর ঘনীভূত নিম্নচাপের আকার নেবে৷ ১৮ই নভেম্বর এই ঘটনা ঘটবে এমনটাই জানিয়েছে আইএমডি৷ এই নিম্নচাপের জেরে আজ থেকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷ পাশাপাশি প্রবল হাওয়া চলবে৷ গড়ে গতিবেগ হবে ৪৫-৫০কিলোমিটার৷ আর গাস্টিং স্পিড অর্থাৎ যখন ঝড় স্পর্শ করবে তখন গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। আজ থেকে ২১ তারিখ অবধি পর্বে পর্বে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আইএমডি৷ আন্দামান -নিকোবর, তামিলনাড়ু, পুদুচেরিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও হাওয়ার প্রভাব বজায় থাকবে চলতি মাসের ২১ তারিখ অবধি৷
পাশাপাশি, জম্মু-কাশ্মীর, লাদাখ, বালটিস্তান, মুজফরাবাদ, হিমাচলপ্রদেশে আগামী দু-তিন দিনে কিছু জায়গায় বৃষ্টিপাত, আবার কোথাও তুষারপাত হবে৷ এর জেরে ফের উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে অনেকটাই। এর জেরে আগামী কয়েকদিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রার পতন হবে৷ এদিকে কলকাতাতে এর জেরে এখনও তাপমাত্রা নিম্নতম ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে৷ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের কম থাকবে৷ কলকাতায় আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল৷ আজকের সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের আমেজ অব্যাহত থাকবে। এমনকী বেশ কিছু জেলায় ১০ ডিগ্রির নীচেও এরপর নামবে পারদ৷ কারণ আগামী ৪-৫ দিন তাপমাত্রা নামবে৷ এদিকে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
