মোদীর তীব্র সমালোচনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেন তিনি। ইয়েচুরি বলেন, ‘দেশে হিটলারি শাসন কায়েম হয়েছে। হিটলার জার্মানিতে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যুক্তি ও প্রগতিশীলতাকে ধ্বংস করার চেষ্টা করে। নরেন্দ্র মোদী সেই কাজটাই করছেন রাজ্যপালদের দিয়ে’।
কেরলে সিপিএম গতকাল রাজভবন ঘেরাও কর্মসূচি পালন করে রাজ্যপাল আরিফ মহম্মদের পদত্যাগের দাবিতে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকারের সঙ্গে জোর বিরোধ বেঁধেছে রাজ্যপালের। সিপিএমের অভিযোগ, রাজ্যপাল কেন্দ্রের শিক্ষানীতি মেনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে হিন্দুত্বের চর্চা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে। অন্যদিকে, রাজ্যপাল আরিফের হুঁশিয়ারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মার্কসবাদী চর্চা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে সিপিএম সরকার। পার্টির মার্কামারা কমরেডদের বসানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায়।
রাজ্যপালের বিরুদ্ধে সিপিএমের অভিযোগের দীর্ঘ তালিকায় দিয়েছে রাজ্য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল রাজভবন আটকে রেখেছে। রাজ্যপাল রাজ্য সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ সিপিএমের। এই পরিস্থিতিতে রাজ্যপাল আরিফের পদত্যাগ দাবি করে রাজভবন ঘেরাওয়ের পাশাপাশি বড় জমায়েতের ডাক দেয় কেরল সিপিএম। সেখানে মুখ্য বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক।
বিক্ষোভ সমাবেশে ইয়েচুরি বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে যে হিটলার কীভাবে বৈজ্ঞানিক, প্রগতিশীল দার্শনিক ঐতিহ্যের উত্তরাধিকারী জার্মান জনগণকে আদর্শের দিক থেকে বিপরীতে চালিত করেছিলেন। অন্ধ বিশ্বাসকে সত্য বলে মেনে নিতে বাধ্য করা হয়েছিল। মোদীর সময়ে ভারতে ঠিক এটাই হচ্ছে।’