অবশেষে অপেক্ষায় ইতি। এবার ৫জি পরিষেবা চালুর কাজ শুরু হল সারা বাংলাজুড়ে। সোমবার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফাইভ জি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা বসেছিলেন রাজ্য তথ্য প্রযুক্তি দফতরের কর্তারা। টেলি পরিষেবা প্রদানকারী সংস্থার কর্তারাও হাজির ছিলেন সেখানে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ৫ জি পরিষেবা চালুর জন্য পুরোপুরি প্রস্তুত বাংলা। উল্লেখ্য, গত ১লা অক্টোবর প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ৫ জি পরিষেবার উদ্বোধন করেছেন। এবার বাংলাও সাফ জানাল রাজ্য ৫ জি-র জন্যে তৈরি। ৫ জি কৃষি ও শিক্ষাক্ষেত্রে নব দিগন্তের উন্মোচন ঘটাবে। ৫ জি চালুর জন্য টেলিকম সংস্থাগুলি বাংলাজুড়ে রাস্তার পাশে নতুন করে প্রচুর পোল বসাবে। পাশাপাশি বসবে নতুন টাওয়ারও।
প্রসঙ্গত উল্লেখ্য, টাওয়ার বসানোর ক্ষেত্রে স্থানীয় স্তরে অনেক সময়ই সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা এড়াতে, একাধিক উদ্যোগ নিচ্ছে প্রশাসন। জেলার ক্ষেত্রে ডিএম এবং শহরের ক্ষেত্রে পুরসভা অনুমোদন মিললেই মোবাইল টাওয়ার বসানো যাবে। তথ্য প্রযুক্তি দফতরের কর্তারা জানাচ্ছেন, বেসরকারি সম্পত্তিতে টাওয়ার বসাতে হলে সংশ্লিষ্ট জমির মালিকের অনুমতি নিতে হবে। তারপর অনলাইনে আবেদন করলেই অনুমোদন দেওয়া হবে। বেসরকারি জমিতে টাওয়ার বসানোর জন্য সরকারকে কোনও দিতে হবে না। কিন্তু মোবাইল পরিষেবার জন্য সরকারি পোল ব্যবহার করতে গেলে ভাড়া বাবদ বছরে ১০০ টাকা করে দিতে হবে। অন্যদিকে, সরকারি জমিতে কোনও সংস্থা পোল বসালে বছরে ১০০০ টাকা করে দিতে হবে। রাজ্য এবং জেলাস্তরে এই কাজের দেখভালের জন্য কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাস্তা খুঁড়ে ফাইবার অপটিক কেবল বসায় টেলিকম সংস্থাগুলি। পূর্ত দফতরকে ফের রাস্তা সারাই করতে হয়। কোনও সংস্থা চাইলে তারা রাস্তা সারিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আর কোনও ফি লাগবে না বলেই জানিয়েছেন তথ্য প্রযুক্তি দফতরের কর্তারা।