গত ১৮ অক্টোবর সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ‘দাদা’র জায়গায় আনা হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য রজার বিনিকে। কিন্তু, সৌরভকে যেভাবে বিসিসিআই সভাপতির ‘কুর্সি’ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা অনেকেই মেনে নিতে পারেননি।
বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছে। এই আবহেই সৌরভকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এই মর্মে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে ‘মহারাজ’ তাঁর ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে জানিয়ে দেন তিনি এই ধরনের মামলা সমর্থন করেন না। আর সে কারণেই সোমবার সেই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়। পাশাপাশি, এমন মামলা দায়ের করার জন্য মামলাকারী আইনজীবী রমা প্রসাদ সরকারকে ২৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। আগামীদিনে এই ধরনের মামলা যাতে আর না করেন, সেই ব্যাপারেও আগাম নির্দেশিকা জারি করা হয়েছে।