পঞ্চায়েত নির্বাচন আসন্ন। কিন্তু, দলের জেলা সভাপতি রয়েছেন জেলে। এই পরিস্থিতিতে বীরভূমের সব তৃণমূল বিধায়ককে ডাকা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে। ডাক পেয়েছেন জেলার ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের সভাপতিরাও। আগামী ২৬ নভেম্বর বিকেল ৩টে নাগাদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার একাধিক বিধায়ক ডাক পাওয়ার সত্যতা মেনে নিয়েছেন। তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি তথা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলছেন, ‘শুধু বিধায়ক এবং শাখা সংগঠন নয়, ডাকা হয়েছে জেলার দুই সাংসদকেও। তবে দিল্লি যেতে হলে তাঁদের (সাংসদ) সেখানে উপস্থিত থাকতে হবে না।’
অনুব্রত গ্রেফতার হওয়ার পরে সাংগঠনিক দিক সামাল দেওয়ার জন্য দুই সাংসদ-সহ আট জনের সমন্বয় কমিটি গড়া হয়েছে, যার মাথায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পাশাপাশি, একটি শৃঙ্খলারক্ষা কমিটি গড়ে তার প্রধান করা হয় লাভপুরের বিধায়ক অভিজিৎ (রানা) সিংহকে।