দিন কয়েক আগেই ‘জলজীবন’ প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রের থেকে বাহবা কুড়িয়েছে মমতা সরকার। এবার এই প্রকল্পের কাজে আরও গতি আনতে এবং কত কাজ বাকি? কতটা কাজই বা হয়েছে? সবকিছু খতিয়ে দেখতে শনিবার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন বৈঠকে জেলাশাসকরা ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কল্যাণ দফতরের আধিকারিকরা।
সূত্রের খবর, প্রতিদিন খাতায় কলমে যে পরিমাণ কাজ হওয়ার কথা, বাস্তবে সেই চিত্র অনেকটাই ভিন্ন। লক্ষ্যমাত্রার থেকে বেশ অনেকটাই কম কাজ হচ্ছে। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যসচিব। এদিনের বৈঠক থেকে জলজীবন প্রকল্পের কাজের গতি বাড়ানোর কথা বলেছেন তিনি। মুখ্যসচিব জানিয়েছেন, স্বচ্ছতা রেখে আরও দ্রুত কাজ করতে হবে। বাড়ি বাড়ি জলের পাইপ লাইন পৌঁছে দিতে হবে।
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ফেব্রুয়ারিতেই নির্বাচন শেষ করতে চাইছে কমিশন। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই জলজীবন প্রকল্পে গতি আনার উদ্যোগ নিচ্ছে নবান্ন।