কড়া বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধানসভায় অধিবেশন চলাকালীন প্ল্যাকার্ড-ফ্লেক্স নিয়ে প্রতিবাদ করে থাকেন বিরোধী দলের বিধায়করা। এবার সেই ধরনের প্রতিবাদ করলে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ, এমনই জানিয়েছেন বিধানসভার স্পিকার। আগামী ১৮ই নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার বিরোধী দলের বিধায়কদের আচরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অধ্যক্ষ।
এদিন বিমানবাবু বলেন, ‘‘বিধানসভা চলবে তার রুলের ভিত্তিতে। তাই প্রত্যেক বিধায়ককে বিধানসভার রুল জানতেই হবে। রুলস পড়ে বুঝতে হবে বিধানসভায় তাঁদের কী কী করণীয়। বিধানসভায় আসবে, অথচ সংবিধান জানবে না, রুলস জানবে না, এটা তো হতে পারে না। আমি নিজের রুলটা বিস্তারিত অধিবেশনে বলেও দিয়েছিলাম। আমি আশা করব, এ বার তেমন কিছু হবে না। যদি বিধানসভার অন্দরে তেমন কোনও ঘটনা ঘটে, তখন আমি যে সিদ্ধান্ত নেবার নেব।’’ এরপর তাঁকে প্রশ্ন করা হয়, সে ক্ষেত্রে কি বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন তিনি? ইঙ্গিতপূর্ণ জবাব দেন স্পিকার। ‘‘সিদ্ধান্ত কড়া নেব না নরম, নাকি কোনও মধ্যবর্তী অবস্থান নেব, তা ঠিক করবে পরিস্থিতি। তবে সে বিষয়ে আমি কোনও মন্তব্য করব না’’, জানিয়েছেন বিমানবাবু।
