রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, পুরনো পেনশন প্রকল্প ফেরাতে হবে। আন্দোলন চলছে। আপেল চাষিদের দাবি, সার, ছত্রাক নাশকের দাম বেড়েছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। অথচ আপেলের ঠিক মতো দাম মিলছে না। সুবিধা পাচ্ছে শুধু কৃষিপণ্য শিল্প সংস্থাগুলি। আপেল চাষিরা রাস্তায় নেমেছেন।
পঞ্জাব লাগোয়া জেলাগুলির সব পরিবারে কেউ না কেউ সেনায় কাজ করে। বেকার যুবকেরা সেনার চাকরি নিয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন। মাত্র চার বছরের জন্য সেনায় নিয়োগের ‘অগ্নিবীর’ প্রকল্পের বিরুদ্ধে তরুণদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।
শনিবার হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের এক সপ্তাহ আগে, গত শনিবার প্রচারে গিয়ে বলেছিলেন, পদ্মফুলে ছাপ দিলেই নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া হবে। তার বাইরে কোন কেন্দ্রে কে প্রার্থী— দেখার দরকার নেই।
কিন্তু হিমাচলের ভোট যত এগিয়ে আসছে, ততই স্থানীয় সমস্যা বড় হয়ে উঠছে। আপেল চাষি থেকে বেকারদের ক্ষোভ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবির সঙ্গে বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো সমস্যাও ক্ষমতাসীন বিজেপি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী ছাড়াও অমিত শাহ, জে পি নড্ডা, রাজনাথ সিংহ, যোগী আদিত্যনাথদের প্রচারে নামানো হয়েছে।