আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন এবারের টেটে। কয়েক হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে জোর কদমে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে৷ তবে তার আগেই পরীক্ষার্থীদের জন্য এবার কড়া নিয়ম আনতে চলেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা চলাকালীন কোনও বিশৃঙ্খলা হলে, পর্ষদের তরফে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে।
পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা করলে প্রাথমিকের টেট আর দিতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া গাইডলাইনের মধ্যে এই শর্তের উল্লেখ থাকছে। তবে শুধু এবারের টেট নয়, আগামী দিনেও প্রাথমিকের টেট দিতে পারবে নাকি তা নিয়েও কড়া মনোভাব নিতে চলেছে পর্ষদ। পরীক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আনার জন্যই এই পদক্ষেপ বলেই দাবি পর্ষদের। তবে শুধুমাত্র বিশৃঙ্খলা নয়, পরীক্ষার নিয়ম-কানুন না মানলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেই অ্যাডমিট কার্ডে দেওয়া গাইডলাইনে উল্লেখ থাকবে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
