কংগ্রেস ছেড়ে ইতিমধ্যে নতুন দল ‘ডেমোক্রাটিক আজ়াদ পার্টি’ও গড়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ। নতুন দলঘোষণার পর থেকে বিভিন্ন ইস্যুতে একাধিকবার কংগ্রেসকে আক্রমণও করেছেন তিনি। এবার সেই গুলাম নবি আজ়াদের মুখেই শোনা গেল কংগ্রেসের প্রশংসা। আম আদমি পার্টির সমালোচনা করতে গিয়েই গুলাম নবি আজ়াদ বললেন, ‘গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে একমাত্র কংগ্রেসই পারে বিজেপিকে চ্যালেঞ্জ করতে’। আম আদমি পার্টিকে তিনি শুধুমাত্র ‘দিল্লির রাজনৈতিক দল’ হিসাবেই আখ্যা দেন।
তিনি বলেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার নীতির বিরোধী ছিলেন না তিনি। বরং দলের যে দুর্বল কাঠামো, তার বিরোধিতা করেছিলেন। শ্রীনগরে গুলাম নবি আজ়াদ বলেন, ‘আমি কংগ্রেস থেকে আলাদা হয়ে গেলেও, কখনওই দলের ধর্মনিরপেক্ষতার নীতির বিরোধী ছিলাম না। দলের দুর্বল পরিকাঠামোর কারণেই আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিই। আমি এখনও চাই গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভাল ফল করুক। আপের সেই ক্ষমতা নেই’।
আজাদ আরও জানান, কংগ্রেসে হিন্দু, মুসলিম সকলকে সাদরে গ্রহণ করা হয়। কিন্তু আম আদমি পার্টি এই রাজ্যগুলির জন্য (গুজরাত ও হিমাচল প্রদেশ) কিছু করতে পারবে না। ওরা পঞ্জাবেও ব্যর্থ হয়েছে। পঞ্জাবের মানুষ আর আম আদমি পার্টিকে ভোট দেবে না। আপের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আজাদ বলেন, ‘আপ দিল্লির নামমাত্র একটা দল। তারা পঞ্জাবেও সরকার চালাতে পারছে না। গুজরাত ও হিমাচল প্রদেশে বিজেপিকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে কংগ্রেসই কারণ তাদের নিজস্ব নীতি রয়েছে’।