অপেক্ষার অবসান। আলিয়া ভাটের কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৭শে জুন থেকে রণবীর কাপুর এবং আলিয়ার সন্তানের অপেক্ষায় ছিলেন ভক্তরা। আজ এল সুখবর। কন্যাসন্তানের জন্ম দিলেন ২৯ বছরের আলিয়া। অক্টোবর মাসের শুরু দিকেই ক্ষিণ মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে লেখা হয়ে গিয়েছিল আলিয়ার নাম। প্রসঙ্গত, গত ১৪ই এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া-রণবীর। তার পর গত ২৭শে জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া।
উল্লেখ্য, কদিন আগে লন্ডনে বেবি বাম্প নিয়ে প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সারেন আলিয়া। তা ছাড়া স্বামীর সঙ্গে প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচারেও কোনও খামতি রাখেননি তিনি। তার মাঝেই উৎসবের মরশুমে সমস্ত পুজোয় অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। তবে আগেই শোনা গিয়েছিল, আলিয়া এবং রণবীর তাঁদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন। পরিবারকে সময় দেবেন, সন্তানের দেখাশোনা করবেন। তার পরে কাজে ফিরবেন তারকা দম্পতি। তবে সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। নবজাতকের কী নাম রাখতে চলেছেন রণবীর-আলিয়া? আপাতত সে নিয়েই জল্পনায় মজে টিনসেল টাউন।