পঞ্চায়েত ভোটের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনকে সামনে রেখে রণনীতি নির্ধারণ করতে তৎপর তৃণমূলও। এবার বীরভূমে জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে। আপাতত দল চালাবে বীরভূম জেলার সমন্বয় কমিটি। আর দলের বিভিন্ন বৈঠক ডাকবেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে ঘোষণা হতে পারে এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, এর আগে নির্ধারিত হয়েছিল যে এবার থেকে প্রত্যেক রবিবার বীরভূমে দলের বিধায়ক-সাংসদদের নিয়ে বোলপুরে জেলা দলীয় কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকের আহ্বায়ক বীরভূমের সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূলের নতুন মুখপাত্র হয়েছেন মলয় মুখোপাধ্যায়। অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিনহা-সহ আরও কয়েকজনকে নিয়ে পরিচালন কমিটি তৈরি করেছে তৃণমূল। বীরভূমে দলের কাজকর্ম কীভাবে এগোবে, তা দেখাশোনা করার দায়িত্বভার থাকবে এই কমিটির উপর।