মহানগরী ফের সাক্ষী রইল ভয়াবহ অগ্নিকাণ্ডের। আজ, রবিবার সকালে হঠাৎই আগুন লেগে যায় মানিকতলার মুরারিপুকুরের একটি রঙের কারখানায়। দ্রুত আগুন ছড়াতে থাকে। ধোঁয়ায় ভরে ওঠে চারপাশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর চেষ্টা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ মানিকলতার ১৬ নম্বর মুরারিপুকুর রোডের এই রঙের কারখানায় আগুন লাগে। হাওয়া বইতে থাকায় তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী।
জানা গিয়েছে, কারখানার মধ্যে রাসায়নিকের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। সেই দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বাড়িতেও আগুন ছড়ায়। যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও অজ্ঞাত। হতাহত বা ক্ষতির পরিমাণও বোঝা যাচ্ছে না। জোরকদমে আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা।