বলি-টলি মিলিয়ে এমন বহু তারকা রয়েছেন, যাঁরা অভিনয়ের পাশাপাশি দেশের রাজনৈতিক ক্ষেত্রেও তাঁদের প্রতিষ্ঠিত করেছেন এবং সেখানেও সফল হয়েছেন। বাংলাতে শাসকদলের হয়ে একাধিক অভিনেতা-অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তেমনি বলিউডেও একাধিক তারকারাও তাঁদেরকে রাজনৈতিক মঞ্চে দাঁড় করিয়েছেন।
তেমন একজন হলেন, বলিউডের স্বনামধন্য অভিনেতা সানি দেওল। যিনি ৮০-৯০ দশক থেকেই বলিউডে রাজত্ব করে চলেছেন। যদিও এখন অভিনয়ে তাঁকে খুব একটা বেশি দেখা যায় না। সম্প্রতি জানা গিয়েছে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। অভিনেতার এই অনিশ্চিতকরণের কারণে বিজেপি তাঁর পরিবর্তে প্রার্থী করছেন। কারণ দুই বছরের বেশি সময় ধরে তাঁকে নিজের নির্বাচনী এলাকাতেও দেখা যাচ্ছে না। সুতরাং অভিনেতার এই অনাগমনে হতাশ তাঁর সমর্থকরাও।
অভিনেতার সহযোগীরা বলছেন, হয়ত তিনি গৌরবের আগুনে মাঠ ছেড়ে চলে যেতে চান। অভিনেতার দায়িত্বেই গুরুদাসপুরের মূল ভূখণ্ডের মধ্যে রাভির ওপারে অবস্থিত এক ডজন গ্রামের সংযোগকারী স্বার্থে ৮০০ মিটার দীর্ঘ কংক্রিট সেতুর নির্মাণ নামের একটি প্রকল্পটি তৈরি হয়েছিল, যা করতে ব্যয় হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা।