গুরুতর আহত অবস্থায় হাসপাতালের মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি। শরীরের নানা ক্ষত থেকে রক্ত ঝরছে। আর সেই রক্ত চেটে দিয়ে যাচ্ছে একটি কুকুর। উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল। জরুরি বিভাগের মাটিতে পড়ে কাতরাচ্ছেন ওই ব্যক্তি, অথচ তাঁর চিকিৎসা করার জন্য কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। এহেন ঘটনার ফলে যোগীরাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।
ভিডিওটি উত্তরপ্রদেশের কুশিনগরের জেলা হাসপাতালে তোলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আহত হয়ে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি। প্রবল রক্তক্ষরণের ফলে তাঁর মুখের আদলও ঠিক মতো বোঝা যাচ্ছে না। একটি ডাস্টবিনের পাশে তিনি শুয়ে রয়েছেন। সেখানেই ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। মাঝে মাঝেই ওই ব্যক্তিকে চেটে দিচ্ছে কুকুরটি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আশেপাশে হাসপাতালের কেউ নেই। চিকিৎসক তো দূর, জখম ব্যক্তিকে তুলে খাটে শুইয়েও দেননি কোনও কর্মচারী।
এই ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে কুশিনগর জেলা প্রশাসন। ওই হাসপাতালের ছয়জনকে ইতিমধ্যেই বরখাস্ত করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে দুই ওয়ার্ড বয় ও দুই সাফাই কর্মচারী। কুশিনগর জেলা প্রশাসক এস রাজালিঙ্গম বলেছেন, হাসপাতালে ওই সময়ে যে কর্মচারীদের ডিউটি ছিল, কাজে গাফিলতির অভিযোগে তাঁদের বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে। অন্য একটি হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।