আইপিএলের আগামী মরসুমের জন্য নতুন অধিনায়ক বেছে নিল পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে আগামী মরসুমে পঞ্জাবকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। গত মরসুমে মায়াঙ্কের নেতৃত্বে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পঞ্জাব। তাঁর নেতৃত্ব নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে বলেও সূত্রের খবর। সে কারণেই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করার ব্যাপারে সম্মত দলের নতুন প্রধান কোচ ট্রেভর বেলিসও। আইপিএলের গত নিলামের আগে মায়াঙ্ক এবং আরশদীপ সিংহকে ধরে রেখেছিল পঞ্জাব। নিলাম থেকে তারা প্রথম দলে নেয় শিখরকে। ২০১৬ মরসুম থেকে রান করার নিরিখে আইপিএলের অন্যতম ধারাবাহিক ব্যাটার শিখর। তাঁকে দলে নিতে ৮ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছিল পঞ্জাব।
উল্লেখ্য, ২০২০ মরসুমে দিল্লী ক্যাপিটালসের হয়ে ৬১৮ রান করেছিলেন শিখর। লোকেশ রাহুলের অভাব পূরণ করতে তাঁকে দলে নিয়েছিল পঞ্জাব। বর্তমানে ভারতের টি-টোয়েন্টি বা টেস্ট দলে সুযোগ পান না শিখর। এক দিনের ক্রিকেটে ভারতের ইনিংস শুরু করার ক্ষেত্রে এখনও বড় ভরসা এই বাঁহাতি ওপেনার। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে তাঁর হাতেই থাকে নেতৃত্বভার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে এক দিনের সিরিজেও অধিনায়কত্ব করবেন শিখর।
