প্রিয় দলকে উদ্বুদ্ধ করতেই ময়দানে এসেছিলেন। কিন্তু সেখানেই যে মৃত্যু ঘনিয়ে আসবে, তা হয়তো জানতেন না জয়শঙ্কর সাহা। শনিবার যুবভারতী স্টেডিয়ামে ডার্বি দেখতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর। রবিবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দেখা করতে যান জয়শঙ্করের পরিবারের সঙ্গে। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ কর্তৃপক্ষের তরফে থেকে এই ঘোষণা করা হয়েছে এমনই। বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা জয়শঙ্কর শনিবার খেলার ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। এক বন্ধু এবং পুলিশের সাহায্য তাঁকে রাত ৮.৩০ মিনিটে স্থানীয় আমরি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯.০৭ মিনিটে প্রয়াত হন তিনি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।
প্রসঙ্গত, রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। “আমরা একজন ফুটবলপ্রেমী, একজন ইস্টবেঙ্গলপ্রেমী মানুষকে হারালাম। আমরা তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। এটাও জানাতে চাই, আগামী দিনে ওঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে সেখানেও আমরা পাশে থাকব I ওঁদের যে কোনও সুবিধা-অসুবিধায় আমাদের এক প্রতিনিধি পাশে থাকবেন”, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
