শেষমেশ হাসি ফুটতে চলেছে সবুজ-মেরুন ভক্তদের মুখে? তৎপর ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘ দিন ধরেই মোহনবাগানের নাম থেকে ‘এটিকে’ তোলার দাবিতে আন্দোলন করছেন সমর্থকরা। প্রতিবাদ ছড়িয়েছে আইএসএলের ম্যাচেও। ডার্বিতে যুবভারতীর বাইরে ‘রিমুভ এটিকে’ পোস্টার পড়তে দেখা গিয়েছে। সোমবার কর্মসমিতির সভায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা আইনজীবীর পরামর্শ নিয়ে এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলবেন। মোহনবাগানের আগে এটিকে নাম বসানো নিয়ে সমর্থকদের ক্ষোভ বহুদিনের। অনেকেই ডার্বি বয়কটের দাবি তুলেছিলেন। যদিও ডার্বিতে সবুজ-মেরুনের দর্শকসংখ্যা দেখে তা মনে হয়নি। তবে আন্দোলন অব্যাহত। সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন, বিষয়টিতে আইনি জটিলতা থাকায় সমাধানে সময় লাগবে। অনেকে আবার বলেছিলেন যে দুর্গাপুজোর আগেই এটিকে নামটি উঠে যাবে। সেটাও হয়নি। এবার নিজে থেকেই উদ্যোগী হল ক্লাব।
প্রসঙ্গত, এক্ষেত্রে বিচারপতি অসীম রায়ের সাহায্য নেওয়া হবে। এ ছাড়া সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করতে সচিব দেবাশিস দত্ত ছাড়াও থাকবেন সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, যুব ফুটবল সচিব মানস ভট্টাচার্য। ময়দানের ক্লাব প্রাঙ্গনের পাশাপাশি কিছু সবুজ-মেরুন সমর্থক দেবাশিসের বাড়ির সামনে গিয়েও আন্দোলন করেছিলেন। সেই আচরণের তীব্র নিন্দা করেছে ক্লাব। বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটি দেখবে। প্রয়োজনে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। আগামী ১০ই ডিসেম্বর মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২১ এবং ২২শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবের ক্রীড়া দিবস।
