এক ম্যাচ বাকি থাকতেই ঘরে এল খেতাব। রবিবার সুপার সিক্সের ম্যাচে এরিয়ানের সঙ্গে ভবানীপুর ১-১ গোলে ড্র করতেই টানা দ্বিতীয়বার কলকাতা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং। গত শুক্রবার খিদিরপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পরেই কার্যত লিগ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল মহমেডানের। কারণ, তিন ম্যাচে নয় পয়েন্ট ছিল তাদের। এক ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভবানীপুর।
রবিবার শেষ ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে জিতলে তাদেরও নয় পয়েন্ট হত। তাতেও মহমেডানের লিগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল। মঙ্গলবার ইস্টবেঙ্গলের কাছে হারলেও সমস্যা হত না। ভবানীপুরের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হত মহমেডানই। তবুও খেতাবের আশা বাঁচিয়ে রাখার জন্য রবিবার এরিয়ানের বিরুদ্ধে অন্তত সাত-আট গোলে জিততে হত জিতেন মুর্মুদের। কিন্তু কল্যাণী স্টেডিয়ামে এ দিন প্রথমার্ধে নিখিল কদমের গোলে এগিয়ে গিয়েও জয় অধরা থাকল ভবানীপুরের। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ১-১ করেন আরিস্টাইড ভি। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ১৯৪০ ও ১৯৪১ সালে কলকাতা লিগ জিতেছিল মহমেডান। ৮১ বছর পরে তার পুনরাবৃত্তি ঘটিয়ে উচ্ছ্বসিত মহমেডান কোচ আন্দ্রেই চের্নিশভ। ‘‘ফুটবলার, ক্লাব কর্তা ও দলের সকল কর্মীকে অভিনন্দন টানা দ্বিতীয়বার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য’’, জানিয়েছেন তিনি।