জয়ে ফিরতে পারলেন না সুনীলরা। হায়দ্রাবাদের পরে ওড়িশা এফসির কাছেও হেরে গেল বেঙ্গালুরু এফসি। বৃহস্পতিবার ১-০ গোলে জিতে আইএসএলের পয়েন্ট টেবলে শীর্ষ স্থানে উঠে এলেন দিয়েগো মৌরিসিয়োরা। ষষ্ঠ স্থানে নেমে গেল বেঙ্গালুরু। হায়দ্রাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে রয় কৃষ্ণকে বাদ দিয়েই দল নামিয়েছিলেন বেঙ্গালুরুর কোচ সাইমন গ্রেসন। বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে অবশ্য সুনীলের সঙ্গে শুরু থেকেই ছিলেন এটিকে-মোহনবাগানের প্রাক্তন তারকা। তা সত্ত্বেও শেষ হাসি হাসল ওড়িশাই।
এদিন ম্যাচের দু’মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওড়িশা। দিয়েগোর পাস থেকে নেওয়া জেরি মাওয়াইমিংথাঙ্কার শট অবিশ্বাস্য ভাবে বাঁচান গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। এক মিনিটের মধ্যেই অবশ্য গোল করার সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু নামগিয়াল ভুটিয়া সরাসরি ওড়িশার গোলরক্ষক অমরিন্দর সিংহের হাতে বল মারেন। সাত মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় কৃষ্ণের ভলি। ২২ মিনিটে ফিজি তারকার শট বাঁচান অমরিন্দর। ৩৩ মিনিটে ওড়িশাকে এগিয়ে দেন নন্দকুমার সেকার। সাহিল পানওয়ারের কর্নার থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন নন্দকুমার। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বেঙ্গালুরু।