একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই গোয়ায় বাড়তি নজর দিয়েছে বাংলার শাসক দল। ইতিমধ্যে সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে পাঠানো হয়েছে সে রাজ্যে।
সেখানে পানাজির দলীয় দফতরে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন কাকলি। তিনি জানিয়েছেন, আমাদের দল শুধুমাত্র নির্বাচনের কথা মাথায় রেখে রাজনীতি করে না। সারা বছর মানুষের পাশে থাকি আমরা, সে বাংলা হোক, ত্রিপুরা হোক কিংবা গোয়া। সব জায়গাতেই এই নীতি অনুসরণ করে চলি আমরা।