তৎপর কলকাতা পুরসভা। মহানগরী জুড়ে রাস্তাগুলির সংস্কারে নেওয়া হতে চলেছে তড়িঘড়ি পদক্ষেপ। প্রসঙ্গত, কলকাতার বহু রাস্তা এখনও অসমতল। ফলত যান চলাচলে বিঘ্ন ঘটে। তাছাড়া বয়স্ক মানুষরাও অসুবিধায় পড়েন। এরকম কলকাতার ৪০টি রাস্তাকে সমতল ও মসৃণ করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। বর্ষার কারণে এই প্রকল্পের কাজ আটকে ছিল। তবে বর্ষা বিদায় নিতেই পুনরায় সেই কাজ শুরু করতে চলেছে পুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এ কাজ পুনরায় শুরু হতে পারে। এপ্রসঙ্গে পুরসভার সড়ক বিভাগের জনৈক আধিকারিক জানিয়েছেন, যে সমস্ত এলাকায় বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে প্রধান রাস্তাগুলিকে আবার সমতল করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আধিকারিক জানান, আপাতত গড়িয়াহাট রোড, বঙ্কিম মুখার্জি সরণি (নিউ আলিপুর) এবং এসএন ব্যানার্জি রোডের মতো প্রধান রাস্তাগুলির অসম্পূর্ণ অংশগুলি সম্পন্ন করার করা হবে। তারপরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এপিসি রায় রোড, জেএল নেহেরু রোড, আশুতোষ মুখার্জি রোড এবং এজেসি বোস রোডের কিছু অংশে কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, শহরের কিছু ট্রাম ট্র্যাক বরাবর রাস্তাগুলিকে সমতল ইতিমধ্যেই করা হয়েছে৷ এছাড়াও ট্রাম ট্র্যাক বরাবর আরও কিছু রাস্তা সমতল করা হবে। যার মধ্যে সৈয়দ আমির আলি অ্যাভিনিউ এবং রবীন্দ্র সরণি, লেনিন সরণি, রফি আহমেদ কিদওয়াই রোড এবং ট্রাম ট্র্যাক বরাবর কিছু অন্যান্য রাস্তায় কাজ করা হবে। যদিও কিছু রাস্তায় কাজ করার জন্য পুরসভাকে অপেক্ষা করতে হবে। রফি আহমেদ কিদওয়াই রোড, চৌরাস্তা এবং এজেসি বোস রোড ক্রসিং (মৌলালি) এর মধ্যে এসএন ব্যানার্জি রোডের প্রসারিত অংশে জল সরবরাহের পাইপলাইন বসানোর পরেই সেখানে আবার কাজ শুরু করা হবে। সাধারণত ম্যাস্টিক পদ্ধতির সাহায্যে রাস্তা সমতল করা হয়ে থাকে। তবে একটি মামলার ভিত্তিতে আগেই জাতীয় পরিবেশ আদালত এই পদ্ধতি নিষিদ্ধ করেছে। এই পদ্ধতির মাধ্যমে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায়। সেই কারণেই এই পদ্ধতি বন্ধ করার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। কাজেই অনুসরণ করা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি।