মোদী সরকারের আমলে বারবারই নির্যাতনের শিকার হয়েছেন দেশের দলিতরা। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ঘটল দলিত নিধনের ঘটনা!
সামান্য বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছিল। তার শাস্তি হিসেবে এক দলিত দম্পতি এবং তাঁদের ছেলেকে গুলি করে খুন করল উচ্চবর্ণের ৬ যুবক।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ মধ্যপ্রদেশের দামোহ জেলার দেবরান গ্রামে। পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, মৃত দম্পতি এবং অভিযুক্তরা সকলেই একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রামেরই উচ্চবর্ণের ৬ যুবকের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয় ওই দম্পতি ও তাঁদের বড় ছেলের।
কিছুক্ষণের মধ্যেই জোরালো বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয়পক্ষ। তারপরেই ওই ৬ যুবক বন্দুক বের করে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছর বয়সি প্রৌঢ়, তাঁর ৫৮ বছর বয়সি স্ত্রী ও তাঁদের ৩২ বছর বয়সি পুত্রের।
দম্পতির ২৮ ও ৩০ বছর বয়সি অন্য দুই সন্তানও গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। তাঁরা দুজন বর্তমানে জেলার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক ৬ অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে খুনের এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতি আইনে মামলা রুজু করেছে পুলিশ।