দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন যে আম আদমি পার্টি (আপ) গুজরাতে ক্ষমতায় এলে এক বছরের মধ্যে আটটি শহরে প্রতি চার কিলোমিটারে একটি করে সরকারি স্কুল তৈরি করবে। সিসোদিয়া আরও বলেন, তিনি জেলে যেতেও তৈরি তবে গুজরাতে স্কুল নির্মাণ বন্ধ হবে না।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী গুজরাতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গুজরাটের মানুষ তাদের সন্তানদের ভাল স্কুলে পড়াশুনা করানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্বাচনে যে রাজনৈতিক দল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে মানুষ তাদেরই ভোট দেবে’। সিসোদিয়া আরও দাবি করেছেন স্কুলগুলির সমীক্ষায় দেখা গেছে, গুজরাতের ৪৮ হাজার সরকারি স্কুলের মধ্যে ৩২ হাজার স্কুলের মান খুবই নিন্ম।
দিল্লির শিক্ষামন্ত্রী এদিন কটাক্ষের সুরে বলেন, ২৭ বছরের বিজেপি শাসনে স্কুলগুলির অবস্থার উন্নতির জন্য কোনও কাজ করা হয়নি। তিনি বলেন, ‘আমরা দেখেছি যে ৪৪ লাখ শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়াশুনা করে। আপ ক্ষমতায় এলে স্কুলগুলিকে তাদের নিজস্ব ইচ্ছামত ফি বাড়ানোর অনুমতি দেওয়া হবে না”। তিনি দাবি করেন, “গুজরাটের এক কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার।” সিসোদিয়া আরও দাবি করেছেন যে রাজ্যের ১৮ হাজার স্কুলে পর্যাপ্ত ক্লাস নেই’।