সাধারণত বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমলে পেট্রোল-ডিজেল সস্তা হয়। কিন্তু মোদী জমানায় বারবার উলট পুরাণের সাক্ষী থেকেছে দেশ। এরই মধ্যে বৃহস্পতিবার প্রাথমিক বাণিজ্যে এশিয়ায় ক্রমেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯৫.৯৪ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১৯ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৮.১০ ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার। অন্যদিকে এদিন এক লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরিস্থিতিতে, শীঘ্রই দাম কমার কোনও আশা দেখছেন না বিশ্লেষকরা। উল্টে আগামিদিনে দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। পেট্রোপণ্যের দাম শুধুমাত্র গাড়ি-বাইক মালিকদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। সিংহভাগ নিত্যব্যবহার্য পণ্যই পেট্রোল, ডিজেলচালিত যানের মাধ্যমে বহন করা হয়। এর সঙ্গে যাতায়াতের মাধ্যমের ভাড়াও জড়িত। ফলে পেট্রোপণ্যের দাম বাড়লে অন্য ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি হয়।