২১ অক্টোবরেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাই বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পরবর্তী ফান্ডও দেওয়া হবে। যাদের টাকা দেওয়া হচ্ছে, তাদেরও একটা হিসেব দিতে হয়। হিসেব দিলে সেই মতো টাকা দিয়ে দেওয়া হবে। বিরোধীদের তোলা এনসিসি-র প্রোগ্রাম ধাক্কা খাওয়ার অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
প্রসঙ্গত, এনসিসি-র দাবি, বাংলা এবং সিকিম মিলিয়ে মোট ২৩৫ টি ক্যাম্প করা হয়। দুটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ নিয়ে থাকেন সেখানে। এই শিবির করলে তবেই এনসিসির বিওসি সার্টিফিকেট দেওয়া হয়। তাই শিবির দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে এনসিসির তরফে। এবার এ নিয়েই মুখ খুললেন চন্দ্রিমা। তাঁর সাফ কথা, রাজ্য টাকা বন্ধ করেনি। কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না, সেটাতে নজর দেওয়া জরুরি।