ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনের। টানা একমাস ধরে ভোট দিয়েছিলেন চিকিৎসকরা। জি ও এইচ ক্লজে ৭ জন করে প্রার্থী, মোট ১৪ জনের ভাগ্য নির্ধারণ হয়েছে।
জি ক্লজ চিকিৎসক-অধ্যাপক সংগঠনের। এইচ ক্লজ ছিল চিকিৎসক সংগঠনের। জি ক্লজে ভোট পড়েছিল ২৬৩৪। মোট ভোটার ছিলেন ৩৫০০। অন্যদিকে, এইচ ক্লজে ৬২ হাজারেরও বেশি ভোটার। ব্যালট জমা হয়েছে ২৪ হাজারের কিছু বেশি।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন সভাপতি হতে চলেছেন প্রবীণ চিকিৎসক, বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। ফলপ্রকাশের পর এই জয়কে তিনি দলের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে উৎসর্গ করেছেন।ভোটগণনা নিয়ে দু’পক্ষই ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন একে অপরের বিরুদ্ধে। কিন্তু সমস্ত অভিযোগ নস্যাৎ করে শেষ হাসি হাসল তৃণমূলই।
ভোটদান থেকে ব্যালট পেপার গণনা নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিরোধী জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের। কিন্তু রবিবার সন্ধ্যায় ফলঘোষণার পর দেখা গেল, বিরোধীদের অভিযোগকে গ্রাহ্যের মধ্যে না এনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।