আগামী ডিসেম্বর মাসে গুজরাতে ভোট, তারে আগে এসে পড়েছে দীপাবলি। এই সুযোগে সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ‘উপহার’ ঘোষণা করলেন আমজনতার জন্যে। সুরাটের একটি সভায় গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি ঘোষণা করেছেন, আগামী ২১ থেকে ২৭ অক্টোবর, দীপাবলি উৎসবের সপ্তাহে ট্রাফিক আইন ভাঙলেও জরিমানা করবে না রাজ্যের ট্রাফিক পুলিশ। এই ছাড় ঘোষণার পরে সরব হয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভোটের জন্য যা খুশি করছে বিজেপি সরকার। এই সিদ্ধান্ত বিপজ্জনক। যদিও বিরোধী পক্ষের দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।
সভায় দাঁড়িয়ে বিজেপি নেতা তথা গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি বলেন, ‘আজ অর্থাৎ ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর অবধি গুজরাট ট্রাফিক পুলিশ আইন লঙ্ঘনে কোনওরকম জরিমানা করবে না। যদি কেউ হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় ধরা পড়েন, কিংবা অন্য কোনও ট্রাফিক আইন না মানেন, তবে পুলিশ তাদের উপদেশ দিয়ে ছেড়ে দেবে, জরিমানা করবে না।” তবে এইসঙ্গে মন্ত্রী বলেন, ‘তার মানে এই নয় যে আপনারা ট্রাফিক আইন মানা বন্ধ করে দেবেন। কিন্তু যদি কোনও ভুল করেন, তবে একদিন জরিমানা করা হবে না’।
হর্ষের আজব দীপাবলি ‘উপহার’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গুজরাটে। বিরোধী নেতা ও নেটিজেনদের একাংশের দাবি, এই সিদ্ধান্ত আসলে নির্বাচনী গিমিক। আমজনতাকে বিপজ্জনক উপহার দিয়ে ভোটে জিততে মরিয়া গেরুয়া শিবির। প্রতিবাদে কংগ্রেস নেতা জিগনেশ মেবানি টুইট করেন, ‘নির্বাচন বড় বালাই! অনেক কিছু করিয়ে নেয়’। রাষ্ট্রীয় লোকদল প্রধান সাংসদ জয়ন্ত সিং চৌধুরী কড়া সমালোচনা করেন বিজেপির। বলেন, ‘ভোটের জন্য মানুষের জীবন নিয়ে খেলতে চাইছে গেরুয়া শিবির’। এর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেন জয়ন্ত। তাঁর কথায়, ‘নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেরি হওয়াতেই আজব সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার’।