২১ এর বিধানসভা ভোটে পরাজয়ের পরে বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মোদী-শাহকে তোপ দেগে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, ‘বাংলার ভৌগোলিক অখন্ডতাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে৷ বিহারের পুর্ণিয়া, কিষাণগঞ্জ, কাটিহারের সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির কিছু অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার চেষ্টা চলছে’।
উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা করেছে বিজেপি। এমনটাই দীর্ঘদিন ধরে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। উত্তরের বিজেপি সাংসদরা এই বিষয়ে দিল্লিতেও সরব হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, যখনই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখনই রাজ্য জুড়ে বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে অশান্তি পাকানো হয়৷
শাসক দলের নেতাদের অভিযোগ, রাজ্য সরকার কখনও অবহেলা করেনি উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের আট জেলায় একাধিক উন্নয়নের কাজ করা হয়েছে। এই সব বিষয়ে প্রচার চালাচ্ছে জোড়া ফুল শিবির৷ কোচবিহারের তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বিজেপির আইটি সেল নানা ভাবে অস্থিরতা তৈরি করতে চায়। রাজ্য নেতাদের সাথে উত্তরের নেতাদের কথার মিল পাচ্ছি না। কেএলও নেতা জীবন সিং সেই আলাদা রাজ্যের কথা বলে ভিডিও পোস্ট করছেন। একইসঙ্গে তার অভিযোগ, যারা ভাগ করতে চাইছেন তারা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছেন। তাই জীবন সিংহ অস্ত্র আস্ফালন করেছেন।