রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটিবল ট্রাস্টের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল মোদী সরকার। বাতিল করে দেওয়া হল এফসিআরএ লাইসেন্স। অভিযোগ, ইউপিএ আমলে বেআইনিভাবে বিদেশি সংস্থার কাছে অনুদান নিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। যদিও এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে অভিযোগ।
২০২০ সালে এই সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে অনুদান নেওয়ার অভিযোগ ওঠে। তদন্ত কমিটি বসায় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রক এবং আয়কর দফতরের আধিকারিকরা ছিলেন। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজীব গান্ধীর নামে তৈরি দুটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, লাইসেন্স বাতিল হওয়ার অর্থ, আর কোনও বিদেশি সংস্থার থেকে অনুদান গ্রহণ করতে পারবে না রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটিবল ট্রাস্ট।
এফসিআরএ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানিয়ে একটি নোটিশ রাজীব গান্ধী ফাউন্ডেশনের-এর পদাধিকারীদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আরজিএফ-এর চেয়ারপার্সন, অন্য ট্রাস্টিদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, সংসদ সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।