এই প্রথম বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামের আলোর দায়িত্বে বাংলার সংস্থা। ফিফা বিশ্বকাপে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করছে ইলেকট্রোপ্লাস্ট প্রাইভেট লিমিটেড। এই প্রথম কোনও ভারতীয় সংস্থা হিসাবে এই সুযোগ পেয়েছে বাংলার বিএমসি ইলেকট্রোপ্লাস্ট।
সংস্থার এই প্রজন্মের কর্ণধার সপ্তর্ষি মিত্র জানিয়েছেন, ফিফা বিশ্বকাপে এতদিন একচেটিয়া ছিল ইংল্যান্ডে তৈরি জিনিস। এমনকী, আমেরিকার তৈরির জিনিসও ফিফা কর্তাদের না পসন্দ। সেখানে বাংলার সংস্থা বিএমসি-র তৈরি যন্ত্র তাদের মনে ধরায় আমরা আপ্লুত’।
নয়া ডিভাইসের নাম ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার। হাই-টেনশন লাইনে কত ভোল্ট তড়িৎ প্রবাহ হচ্ছে তা দেখে লাইনকে সুরক্ষা দেওয়ার কাজ করবে যন্ত্র। দেশি-বিদেশি তাবড় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে এই যন্ত্র সরবরাহ করে বিএমসি ইলেকট্রোপ্লাস্ট। সেই রকমই একটি বিদেশি সংস্থার মাধ্যমেই কাতারে ফিফা বিশ্বকাপের বরাত পেয়েছে বিএমসি। সেই সংস্থাই কাতারে হাইটেনশন লাইন পাতার দায়িত্বে। শুনতে সহজ। কিন্তু দায়িত্ব বিস্তর। আন্তর্জাতিক মঞ্চ ফিফা বিশ্বকাপ। সারা পৃথিবীর গণমান্যরা হাজির থাকবেন। তাবড় ব্যক্তিত্বদের আলো দেওয়ার কাজ সহজ নয়। সেটাই করবে বাংলার সংস্থা।