ব্রিসবেনে প্রবল বৃষ্টির জেরে খেলা হল একটা বলও। টসও করতে পারলেন আম্পায়াররা। ফলত বাতিল হয়ে গেল ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। হতাশ ভারতীয় শিবির। নেটে অনুশীলন এবং ম্যাচ অনুশীলনের মধ্যে তফাত অনেকটাই। তাই যে কোনও বড় প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচের উপর গুরুত্ব দেন কোচরা। প্রস্তুতি ম্যাচে নানা পরীক্ষা-নিরীক্ষা সেরে নেওয়ার সুযোগ থাকে। সকলকে দেখে নেওয়া যায়। সেই মতো পরিকল্পনা বা কৌশল ঠিক করে দলগুলি। আগামী ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সেই সুযোগ হারালেন রোহিতরা।
প্রসঙ্গত, এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দু’টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি। পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে জেতে ভারতীয় দল। একটি ম্যাচে হারতে হয় রোহিতদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। বল হাতে মহম্মদ শামির দাপট এবং বিরাট কোহলির অনবদ্য ফিল্ডিংয়ের সুবাদে অ্যারন ফিঞ্চের দলকে ৬ রানে হারান রোহিতরা। সেই অর্থে ভারতীয় দল সব প্রস্তুতি ম্যাচই খেলেছে অস্ট্রেলীয়দের বিরুদ্ধে।
স্বাভাবিকভাবেই ভারতের পাশাপাশি শেষ প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হারালেন কেন উইলিয়ামসনরাও। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে একই মাঠে প্রস্তুতি ম্যাচ ছিল আফগানিস্তান এবং পাকিস্তানের। সেই ম্যাচও শেষ করা যায়নি বৃষ্টির কারণে। প্রথমে ব্যাট করে মহম্মদ নবির দল করে ৬ উইকেটে ১৫৪ রান। জবাবে বাবর আজ়মরা ২.২ ওভার ব্যাট করে ১৯ রান করে। বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচও। এই ম্যাচটিও হওয়ার কথা ছিল গাব্বায়।