এবার দীপ্তি শর্মার পাশে দাঁড়ালেন ‘মাস্টার ব্লাস্টার’। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লি ডিনকে করা দীপ্তির মাঁকড়ীয় আউট নিয়ে মুখ খুললেন শচীন তেন্ডুলকর। তিনি জানিয়েছেন, ক্রিকেটের আইনের মধ্যে থেকেই শার্লিকে আউট করেছেন দীপ্তি। এতে কোনও বেনিয়ম নেই। একটি সাক্ষাৎকারে দীপ্তির প্রসঙ্গে শচীন বলেন, ‘‘ক্রিকেটের আইনের মধ্যেই থেকেছে দীপ্তি। মাঁকড়ীয় আউট এখন নিয়মের মধ্যে রয়েছে। যদি নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার বল করার আগে ক্রিজের বাইরে থাকে তা হলে তাকে আউট করা যেতে পারে। ঠিক যেমন উইকেটের লাইনে বল প্যাডে গিয়ে লাগলে এলবিডব্লিউ দেওয়া হয়, তেমনই এ ক্ষেত্রে রান আউট দেওয়া হবে।’’
উল্লেখ্য, দীপ্তির করা রান আউট নিয়মের মধ্যে থাকলেও অনেকে একে ক্রিকেটের আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। এমনটা মানতে রাজি নন শচীন। তিনি বলেছেন, ‘‘যদি তুমি ক্রিকেটের আইনের মধ্যে থেকে খেলো, তা হলে তা ক্রিকেটের আদর্শের পরিপন্থী কী ভাবে হচ্ছে!’’ শার্লিকে আউট করার পরে সমালোচনার মুখে দীপ্তি বলেছিলেন, পরিকল্পনা করেই ইংরেজ ব্যাটারকে আউট করেছিলেন তাঁরা। ‘‘পরিকল্পনা করেই ওকে আউট করেছি। ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ওকে বার বার সতর্ক করেছিলাম। যা করেছি, সেটা নিয়ম মেনেই। আম্পায়ারদেরও এ ব্যাপারে বলেছিলাম। তা সত্ত্বেও ও বার বার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ফলে আমাদের কাছে আর কোনও উপায় ছিল না”, জানিয়েছিলেন তিনি।