সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাদের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা। উড়িষ্যাকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। বাংলার বোলারদের দাপটে মাত্র ৮৬ রানে শেষ হয়ে যায় উড়িষ্যার ইনিংস। সহজেই ম্যাচ জিতে নেয় বাংলা।।লখনউতে টস জিতে উড়িষ্যাকে ব্যাট করতে পাঠায় বাংলা। শুরুতেই উইকেট তুলে নেন মুকেশ কুমার। তিনি তিনটি উইকেট পান। ঋত্বিক চট্টোপাধ্যায়ও তিনটি উইকেট পান। দু’টি উইকেট পান রণজোত খাইরা। ভারতের হয়ে খেলে ফেরা শাহবাজ আহমেদ শুক্রবার উইকেট পাননি। তিনি চার ওভার বল করে দেন ২২ রান। একটি করে উইকেট নেন আকাশ দীপ এবং প্রদীপ্ত প্রামাণিক। উড়িষ্যার হয়ে সব থেকে বেশি রান তাদের অধিনায়ক অভিষেক রাউতের। ২৪ রান করেন তিনি।
এরপর রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান বাংলার ওপেনার রণজোত। তিনি ফিরলেও অধিনায়ক অভিমন্যু এবং তিন নম্বরে নামা সুদীপ ঘরামি বাংলাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। তাঁরা ৫৯ রানের জুটি গড়েন। সুদীপ ২৯ রান করে আউট হয়ে গেলেও বাংলাকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিমন্যু। তাঁর সঙ্গী ছিলেন অভিষেক পোড়েল। ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন বাংলার উইকেটরক্ষক।