ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি ও সিবিআইয়ের অপব্যবহার নিয়ে আরও একবার বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। কটাক্ষের সুরেই বললেন, ‘‘ক্ষমতায় যখন থাকবে না, তোমার বাড়িতে এজেন্সি গিয়ে দু’কান মুলবে।’’ উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এহেন কীর্তিকলাপ নিয়ে বিরোধীদের অভিযোগ নতুন নয়। রাজনৈতিক ভাবে না পারায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআই দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে মোদী সরকার – প্রায়শই এই অভিযোগ জানিয়েছে দেশের বিরোধী দলগুলি। সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূলও। বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ এনে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘আজ ক্ষমতায় আছে বলে এজেন্সি দেখাচ্ছে। কাল যখনক্ষমতায় থাকবে না, তোমার বাড়িতে এজেন্সি গিয়ে দু’কান মুলবে। তৈরি থাকো।’’
প্রসঙ্গত, এর আগেও ইডি-সিবিআই নিয়ে সুর চড়িয়েছেন মমতা। এ বছর ২১শে জুলাইয়ের সভামঞ্চে মমতা বলেছিলেন, ‘‘বাড়িতে সিবিআই-ইডি এলে মুড়ি খেতে দিন।’’ সেই সভার পর পরই শিক্ষকনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ। তার কিছু দিনের মধ্যেই গরু পাচার-কাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে। কেষ্টর গ্রেফতারির পর বেহালায় প্রাক স্বাধীনতাদিবসের অনুষ্ঠান মঞ্চে কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা প্রশ্ন করেছিলেন, ‘‘কাল যদি আমার বাড়িতে যায়, কী করবেন? রাস্তায় নামবেন তো!’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাবও এনেছিল রাজ্য। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। দিল্লীর মসনদ থেকে বিজেপিকে হঠাতে বিরোধীঐক্যে শান দেওয়ার কাজে তৎপর হতেও দেখা গিয়েছে মমতাকে। ‘‘এরা যা অত্যাচার করেছে, এমন এক দিন আসবে, জনগণ ওদের কান মুলে দেবে’’, বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।